স্কুলগেটে শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে
লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে  © টিডিসি ফটো

নাটোরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে স্কুল ছুটির পর গেটের  সামনে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলেন, আনিছুর রহমানের ছেলে শাহারিয়ার মাহফুজ আনাম ( ১৫), আমজাদ হোসেনের ছেলে মাহিন (১৫) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা ইলিয়াস হোসেন শামীমের ছেলে  সিফাত ইসলাম। তারা তিনজনই নবম শ্রেণীর শিক্ষার্থী ।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ১০-১৫ জনের একটি দল স্কুলের গেটের সামনে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে শিক্ষার্থীদের মাথায় গুরুতর আঘাত লাগে। তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থী আনাম দ্য ডেইলি ক্যাম্পাস কে জানান, আমার বন্ধু সিফাতের চাচাতো ভাইকে লিমন  বেধড়কভাবে  পেটায়। 
আমি এবং আমার দুই বন্ধু বিষয়টি মীমাংসা করার জন্য গেলে লিমন আমাকে গালিগালাজ করে ও আক্রমণ করে। আত্মরক্ষার্থে আমি তাকে আঘাত করি। পরে স্কুল ছুটির পর লিমন ১৫-২০ জন রড ও লাঠি দিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে আমি এবং আমার দুই বন্ধু আহত হলে স্থানীয় লোকজন এবং আমার সহপাঠীরা আমাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।  

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস কে জানান, স্কুলের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা চলাকালীন সময়ে  ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া দুইজন শিক্ষার্থীর মাঝে কথা কাটাকাটি হলে একজন তার বড় ভাই লিমন এবং অপরজন তার বড় ভাই  সিফাত ও তার বন্ধুদের ডেকে আনলে উভয়দের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ইমন বিষয়টি তার বড় ভাইদের জানালে স্কুল ছুটির পরে  আনাম, সিফাত ও মাহিনের ওপরে অতর্কিত হামলা ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা মত বিনিময় সভা স্থগিত রেখে ঘটনাস্থলে যায় । সে সময় ঘটনাস্থলে আমরা হামলাকারী কাউকে না পেয়ে আহত তিনজনকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমাদের মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে নবনির্বাচিত অ্যাডহক কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ