সাড়ে ১৩ লাখ টাকার বিদেশি শাড়িসহ গ্রেপ্তার ২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:০০ PM
শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১ হাজার ১১৯ পিস বিদেশি শাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. শামিম হোসেন (৩৩) ও মো. মুজাম্মেল হক (৪৪)।
আজ রবিবার (২৫ মে) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪২ হাজার ৮০০ টাকা। শনিবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কোতয়ালী থানাধীন ৭ নং ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলের পূর্ব পার্শ্বে অবস্থিত মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষ থেকে শাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে কোতয়ালী থানার একটি টিম রাতে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিদেশি শাড়ি মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১১৯ পিস বিদেশি শাড়ি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এছাড়াও, অভিযানে নয়টি বুকিং রশিদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররাসহ চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা হয়েছে।