নিরাপদ সড়কের দাবিতে আজও আন্দোলনে শিক্ষার্থীরা

  © সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আজও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আট দফা দাবিতে রাজধানীর প্রগতি সরণির বসুন্ধরা গেটে আজ মানববন্ধন করেন তারা। বেলা ১২টার দিকে সেখানে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে পুলিশ মোতায়েন থাকলেও তারা এ কর্মসূচিতে কোন বাধা দেননি।

শিক্ষার্থীরা বলেন, তারা যে দাবিগুলো করেছেন সেগুলো মেনে নিতে হবে। এর সব বাস্তবায়ন করা না হলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

এদিকে রাজধানীর প্রগতি সরণিতে আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার ওই স্থানের পাশেই সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত হন।


সর্বশেষ সংবাদ