রাজউকের সাবেক চেয়ারম্যানের অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ২১ মে ২০২৫, ১০:৫২ AM
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের নামে থাকা বিপুল অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ মে) এই আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদালতে এ আবেদন উপস্থাপন করেন দুদকের পরিচালক আবুল হাসনাত। আবেদনে বলা হয়, রাজউকের সাবেক এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
আরও পড়ুন: সাত কলেজের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন সন্ধ্যায়
দুদকের অনুসন্ধানে উঠে আসে, ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী রেবেকা রওশনের নামে ১৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। একইসঙ্গে তাঁদের নামে বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্রে জমা রয়েছে বিপুল পরিমাণ অর্থ।
গোপন সূত্রে দুদক জানতে পারে, তারা এসব সম্পদ থেকে অর্থ তুলে বিদেশে পাচারের চেষ্টা করছেন। এর ফলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এই কারণেই তাঁদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল একই আদালত ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এখন তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান আরও গভীরভাবে চালানোর প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন।