হোস্টেল থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রুমমেট পুলিশ হেফাজতে

১৬ মে ২০২৫, ০২:২১ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM
নিহত মুনীর চৌধুরী

নিহত মুনীর চৌধুরী © সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার একটি কলেজের হোস্টেল থেকে মুনীর চৌধুরী (১৮) নামে এক শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিক্ষার্থীর সহপাঠী ও হোস্টেলের একই কক্ষের আবাসিক ছাত্র মাহমুদুল হককে (১৮) পুলিশ হেফাজতে নিয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর ডিককূল এলাকায় কক্সবাজার হার্ভাড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান। 

জানা গেছে, নিহত মুনীর চৌধুরী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে। সে কক্সবাজার হার্ভাড ইন্টারন্যাশনাল কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র। অন্যদিকে পুলিশ হেফাজতে নেওয়া শিক্ষার্থী  মাহমুদুল হকও একই কলেজের একই শ্রেণি ও বিভাগের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন  কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান। 

নিহত  মুনীরের চাচাতো ভাই আরাফাত চৌধুরী বলেন, খবর পেয়ে হোস্টেলের ওই কক্ষটির ভেতর গিয়ে দেখি, সিলিংয়ের সঙ্গে মুনীরের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার দুই পায়ের হাঁটু মেঝেতে লাগোয়া এবং দুই হাত শরীরের দুই পাশে খোলা ছিল। আত্মহত্যার ঘটনা হলে তার পা দুটি মেঝে থেকে অন্তত কিছুটা উপরে থাকত।’

মুনীরের মামা মীর মোরশেদ বলেন, মুনীরের গলার দুপাশে আঙ্গুলের ছাপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বিষয়ে বিরোধের জেরে তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজাতে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, খবরটি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হোস্টেল থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে মৃত্যুর রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য মুনীরের সঙ্গে একই কক্ষে বসবাসকারী মাহমুদুল হক নামের এক ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় …
  • ০৯ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া–শহীদ হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের
  • ০৯ জানুয়ারি ২০২৬
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 
  • ০৯ জানুয়ারি ২০২৬
মির্জা ফখরুলের পেশা ব্যবসা-পরামর্শক, বার্ষিক আয় ১২ লাখ
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9