ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সেই ভাইরাল ভিডিও দেখে ৫ ডাকাত আটক

০৭ মে ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ডাকাতি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ডাকাতি © সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় রামদা হাতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর, অভিযুক্ত ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানিয়েছেন, মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে ওই এলাকায় একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে সশস্ত্র হামলার চেষ্টা করে ডাকাতরা। তবে গাড়িচালকের দক্ষতায় আরোহীরা অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন।

পুরো ঘটনাটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় ধারণ হয় এবং ভিডিওটি মঙ্গলবার বিকেল থেকেই ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ওঁৎ পেতে থাকা ছয়জন ডাকাত হঠাৎ করে বড় রামদা নিয়ে একটি গাড়ির দিকে দৌড়ে আসে। কিন্তু চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে সরে পড়েন। ডাকাতদের একজন গাড়ির দিকে রামদা ছুঁড়ে মারলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

এ ঘটনার পর মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার করে। বিষয়টি নিয়ে বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওসি ইশতিয়াক।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬