মায়ের মৃত্যুশোক না কাটতেই প্রাণ হারালেন মাদ্রাসার শিক্ষক
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
নেত্রকোনায় মাদ্রাসায় ফেরার পথে বজ্রপাতে এক শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে ধনুন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করতেন। কিছুদিন আগে মাকে হারান তিনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি শুরু হলে শিক্ষক দিদারুল ইসলাম বাইরে থেকে মাদ্রাসার ভেতরে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন
নিহত দিদারুল ইসলামের বাল্য বন্ধু ও প্রতিবেশি নাঈম আহমেদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এ অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। কিছু দিন আগে দিদারুলের মা মারা যান। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নিহতের পরিবার। এমন দুর্ঘটনা সত্যিই কষ্টের।’
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বজ্রপাতে শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।