অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি আটক
- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম শফিয়ার রহমান (৩৪)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামড়িরহাট ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর ক্যাম্পের টহল দল আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর সাব পিলার ৪-এর কাছে ধর্মপুর সীমান্ত এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করতে দেখে শফিয়ারকে আটক করে। তাকে বাংলাদেশ সীমান্তের প্রায় ১০০ গজ অভ্যন্তর থেকে আটক করা হয়। পরে তাকে অনন্তপুর বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিয়ার রহমান ভারতে অনুপ্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। কেন তিনি ভারতে যাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার এই কার্যকলাপে কারও সঙ্গে যোগাযোগ ছিল কি না, সেটি জানার জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত এলাকায় প্রায়ই এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। অনেকে কাজের সন্ধানে কিংবা আত্মীয়-স্বজনের খোঁজে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সত্ত্বেও এসব ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।
পরে বৃহস্পতিবার রাতে বিজিবি আটক শফিয়ার রহমানকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে আমাদের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা গ্রহণ করেছি।
তিনি আরও জানান, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে আটক যুবককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।