ডিবির পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার

  © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারিখে এই অভিযান পরিচালিত হয় বলে ডিবি সূত্রে জানা গেছে। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহের আলম মুরাদ (৬০), ৫০ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ.এফ. রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান, ২০ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. শাহাবুদ্দিন (৫০) এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা।

ডিবির বিভিন্ন আভিযানিক দল রাজধানীর উত্তরা, ফুলবাড়িয়া, খিলগাঁও, শান্তিনগর ও তেজগাঁওসহ একাধিক এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। শাহের আলম মুরাদকে উত্তরা এলাকা থেকে, বাপ্পি রায়হানকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে, শাখাওয়াত হোসেনকে খিলগাঁও থেকে, শাহাবুদ্দিনকে শান্তিনগর থেকে এবং আনিসুর রহমানকে তেজগাঁওয়ের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে আরিফ হোসেনকেও পৃথক এক অভিযানে আটক করা হয় বলে ডিবি নিশ্চিত করেছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না, তবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে ডিবি।

এই গ্রেফতার অভিযান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতা ও ক্ষমতাসীন দলের একাধিক প্রভাবশালী নেতার গ্রেফতার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান তৎপরতা এবং সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence