পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন © ফাইল ছবি
পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এসব পাসপোর্ট কোনোভাবেই তাদের নাগরিকত্বের পরিচয় বহন করে না। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গেছেন—এমন অভিযোগ থাকলেও পাসপোর্ট ইস্যু রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী এবং প্রত্যাবাসনের বিষয়টি বৃহত্তর পরিসরে বিবেচনা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশটি থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, অন্যান্য দেশের কূটনীতিকদের পরিবারের মতো ভারতীয় কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা দিতেও বাংলাদেশ সরকার প্রস্তুত। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার সিদ্ধান্ত তাদের নিজস্ব হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এতে শঙ্কার কোনো কারণ নেই।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যমের মাধ্যমেই তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।
চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন সংক্রান্ত চুক্তির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রয়োজনে যে কোনো দেশের সহায়তা নিতে পারে। এতে অন্য কোনো দেশ আপত্তি তুললেও তাতে কিছু আসে যায় না।
এ ছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগের বিষয়টি এখনও বলবৎ আছে বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা।