দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গৃহবধূ আটক, দায়িত্ব অবহেলায় ৬ শিক্ষককে অব্যাহতি

১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
গৃহবধূকে আটক

গৃহবধূকে আটক © সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় দাখিল পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আকলিমা বেগম নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক আকলিমা বেগম কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিদ্দিক মিয়ার মেয়ে এবং লালমোহনের দলিল লেখক মো. সিরাজ পাটওয়ারীর স্ত্রী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার গণিত বিষয়ে ‘মুক্তা বেগম’ নামের একজন পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে আসেন আকলিমা। পরীক্ষার হলে তিনি পরিবর্তিত ছবি সম্বলিত প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে অংশগ্রহণ করেন। কিন্তু এক ঘণ্টা পর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহে আলম বিষয়টি শনাক্ত করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় কেন্দ্র সচিবের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। তিনি আরও জানান, পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এছাড়া একই কেন্দ্র থেকে দায়িত্বে অবহেলা ও অনুমতি ছাড়াই কেন্দ্রে প্রবেশের অভিযোগে ৬ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জন এ বছর আর কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। অপর একজন শিক্ষক আগামী তিন বছর পর্যন্ত পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

উপজেলার গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পাশের চরফ্যাশন উপজেলার আবুবকরপুর আমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে আরও একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ইউএনও শাহ আজিজ বলেন, “নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9