আগ্নেয়াস্ত্র-হাতবোমা-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক

আটককৃত ৫জন
আটককৃত ৫জন  © সংগৃহীত

ভোলায় বিএন‌পি  ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। এসময় তা‌দের কাছ থে‌কে এক‌টি আগ্নেয়াস্ত্র, ২১টি হাত‌বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হ‌লেন, ভেদু‌রিয়া ইউনিয়‌নের বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর (৬৫) ও বিএন‌পি অঙ্গসংগঠনের কর্মী মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল ইব্বাস (৩০) এবং মো. সে‌লিম (২৬)। তাদের সবার বা‌ড়ি ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায়।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের কার্যাল‌য়ের স্টাফ অফিসার (অপা‌রেশন) জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহস্পতিবার রাত ২টার দি‌কে ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে আগ্নেয়াস্ত্র, হাত‌বোমা, ইয়াবা ও নগদ টাকাসহ ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বি‌ভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ র‌য়ে‌ছে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!