চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কৌশলে ছাড়িয়ে নিলেন অভিযুক্তের মামা

অভিযুক্ত নেজাম উদ্দিন (২৪)
অভিযুক্ত নেজাম উদ্দিন (২৪)  © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে নেজাম উদ্দিন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত একই উপজেলার পানিরছড়া ইউনিয়নের আবদুস সালামের পুত্র। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিশুর পিতা জানান, তার মেয়ে মসজিদের পাশে ফুল কুরাচ্ছিল। সেসময় অভিযুক্ত নেজাম তার মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে পাশের ঝোপ-ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে মেয়ের চিৎকার শুনে এলাকার মানুষ এসে মেয়েকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। এসময় অভিযুক্তের মামা নুরুল কবির প্রভাব খাটিয়ে তার ভাগিনা অভিযুক্ত নেজাম কে ছাড়িয়ে নিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় চিকিৎসা নেওয়ার জন্য। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। ভিকটিম শিশুটির বাবার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নেজাম উদ্দিনকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তাকে দ্রুত আটক করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence