সন্দেহজনক ঘোরাঘুরির সময় নারী আটক, অপহৃত ৪ শিশু উদ্ধার
- রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:৫০ AM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৭:৫০ AM

রংপুর রেলস্টেশন থেকে অপহৃত চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীকে (৪০) আটক করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ওই নারীকে চার শিশুসহ আটক করা হয়। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা। রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ড থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতারের পর উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এরপরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত চার শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করে।
ভুক্তভোগী পরিবার জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনে ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের এক বাড়িতে গিয়ে আশ্রয় চান। বাড়ির মালিক তাকে আশ্রয় দেন। রাতে বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন।
ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এ সময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেন অভিভাবকরা। রাতে শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
আরো পড়ুন: বিসিএসের গেজেট থেকে বাদ পড়ায় ভেঙে যায় বিয়ে, হতাশায় আত্মহত্যার চেষ্টা
এ সময় বিক্ষুব্ধ জনতা ওই নারীকে মারধরের চেষ্টা করেন। রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে, শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, আমরা চার শিশু উদ্ধারসহ এক নারীকে আটক করেছি। পরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।