ঈদের কেনাকাটায় বেরিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

নিহত সাজ্জাদ
নিহত সাজ্জাদ  © সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হোমনা ওভার ব্রিজ সংলগ্ন হোমনা-গৌরিপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। এসময় হোমনা বাজার পার হয়ে সিএনজি পাম্পের কাছাকাছি এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে সাজ্জাদ। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ