চাল চাওয়ায় রিকশাচালককে ঘুষি মারার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৯:২৭ AM

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দের ভিজিএফের চাল বিতরণের সময় এক রিকশাচালককে ঘুষি মারার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মো. শাহ আলম মাঝির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রিকশাচালকের নাম মিরাজ মোল্লা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকার ঈদ উপলক্ষে গলাচিপা সদর ইউনিয়নের ২ হাজার ৬৫০টি হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা দিয়েছে। তবে চাল বিতরণের সময় অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক সুবিধাভোগী অভিযোগ করেছেন, প্রকৃত দুঃস্থদের চাল না দিয়ে স্বজনপ্রীতি করা হয়েছে।
ভুক্তভোগী রিকশাচালক মো. মিরাজ বলেন, তিনি চাল চাইতে গেলে ইউপি সদস্য মো. শাহ আলম মাঝি তাকে ঘুষি মারেন এবং গলা ধাক্কা দিয়ে বের করে দেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ, চাল চাইতে গিয়ে মার খেতে হবে, এটা কি ঠিক?’
আরো পড়ুন: নিজ এলাকায় সারজিসের সঙ্গে বিএনপি নেতার বাকবিতণ্ডা, কী ঘটেছিল সেখানে?
এ বিষয়ে ইউপি সদস্য মো. শাহ আলম মাঝি বলেন, ‘আমি কাউকে মারিনি, এটা ভুল বোঝাবুঝি।’ যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের সামনে ইউপি সদস্যের মেম্বারের কাছে চাল চাইলে রিকশাচালক মিরাজকে ঘুষি মেরে বের করে দেওয়া হয়।
গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, রিকশাচালককে বিষয়টি বুঝিয়ে বলা উচিত ছিল। গায়ে হাত তোলা ঠিক হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।