মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, নামাজরত বাবাকে হত্যা করলেন মাদ্রাসাপড়ুয়া ছেলে

২২ মার্চ ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM
নিহত দোদুল হোসেন

নিহত দোদুল হোসেন © সৌজন্যেপ্রাপ্ত

চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় মোবাইল ফোন ব্যবহার নিষেধ করায় ছেলের ছুরিকাঘাতে বাবা দোদুল হোসেন (৫৩) নিহত হয়েছেন।  এ ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে মাদ্রাসাপড়ুয়া কেএএম রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতেন বাবা। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বাবা। এরই জেরে রাত পৌনে ৮টার দিকে নামাজরত বাবা দোদুল হোসেনকে পেছন থেকে ছুরিকাঘাত করে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন দোদুল হোসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের  চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।  

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬