২৩ মামলার আসামি ভাইপো রাকিব ডিবির জালে

২৩ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব
২৩ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব  © সংগৃহীত

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৩ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে (৩৭) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরের বেজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাজী রাকিব শংকরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাকির একাধিক মামলার আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি।

আরো পড়ুন: জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার হুমকি দেয়া পাবিপ্রবি শিক্ষক বরখাস্ত

উল্লেখ্য, ভাইপো রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ গ্রেপ্তার করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকাতে নেয়া হয়। যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।


সর্বশেষ সংবাদ