ফেনীতে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০১:৩৬ PM

ফেনীতে র্যাব-৭-এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) র্যাব-৭-এর কোম্পানি সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফফর হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তাররা হলেন মরিয়ম (৪৫), মোঃ শামিম (৩৪), হেদায়েত উল্লাহ সবুজ (৩২), মোঃ জুনায়েদ হোসেন লিমন (১৮)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মাদক ব্যবসায়ীরা একটি সিএনজিযোগে বারৈয়ারহাট থেকে কুমিল্লার দিকে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশে যাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর থানার লালপুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে সিএনজিটি জব্দ করে এবং চারজনকে গ্রেপ্তার করে। পরে সিএনজির পেছনে মালামাল রাখার স্থানে বিশেষ কৌশলে রাখা ৩টি ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ বিষয়ে র্যাব-৭-এর কোম্পানি সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।