ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি

  © সংগৃহীত

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৯টি দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করেছে। তবে শাহবাগ পার করার পর পুলিশ তাদের আটকে দেয়।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশে একের পর এক খুন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে এবং এ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। তাদের দাবি, তাকে দ্রুত অপসারণ করতে হবে এবং এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তারা আরও দাবি করেন, সাম্প্রতিক ধর্ষণ কাণ্ডসহ সব ধর্ষণের বিচার, ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে সংশ্লিষ্ট আইনসমূহের সংস্কার এবং কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী সেল গঠন করে সেগুলো কার্যকর করারও দাবি জানানো হয়।

পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ফেডারেশন শাখার সদস্য সীমা আক্তার, ইডেন মহিলা কলেজ শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাইনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ