বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা © সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটে ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে নিজ বাড়ির সামনে গুলি করে তাঁর কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।