ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেসবুকে  ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট
ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট  © সংগৃহীত

দিনাজপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট  করায় নাবিল হোসেন (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

গ্রেপ্তার নাবিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ড শাখার সদস্য। তিনি পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।  

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাবিল হোসেন তার ফেসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলভার ও ম্যাগাজিনের ছবি দিয়ে পোস্ট করেন। ওই ছবির নিচের ডান পাশে কোণে ইংরেজিতে লাল রঙের কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়।

এ বিষয়ে ওসি মমতাজুল হক বলেন, ‘গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিলেন। ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘সুইটহার্ট, তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’

তিনি আরও বলেন, ‘বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence