ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী নিয়ে উল্টে গেল বাস

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
ইবি শিক্ষার্থীদের বহনকারী বাস উল্টে গেছে

ইবি শিক্ষার্থীদের বহনকারী বাস উল্টে গেছে © টিডিসি ফটো

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী ভাড়াকৃত একটি বাস। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান দিকে উল্টে যায় বাসটি। এ সময় বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত তিন শিক্ষার্থী ইবি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, বাসে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিলেন, বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ক্যাম্পাসে আসার সময় চালকও ঘুম ঘুম ভাব নিয়ে বাসটি চালাচ্ছিলেন। বিত্তিপাড়ার দুর্ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ বাসের একজন মামা বলে চিৎকার করে ওঠে।

এ সময় শিক্ষার্থীরা দেখতে পান, বাসটি রাস্তার বাম দিকে থেকে ডানে গিয়ে গড়িয়ে ধান ক্ষেতের মধ্যে উলটে যাচ্ছে। তবে বাসের গতি তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি৷ 

আরো পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ৩

ইবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে ১২ শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা ছিল একটু গুরুতর।

তিনি বলেন, একজনের মাথায়, আরেকজনের কানে আঘাত এবং দুজনের পায়ের আঘাত ছিল। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে সাজেশন দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে আর কোন চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে আমরা দেব।

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬