যুবলীগ নেতাকে পুলিশে দিল ছাত্র প্রতিনিধিরা

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
যুবলীগ নেতা মহি উদ্দিন সুজন

যুবলীগ নেতা মহি উদ্দিন সুজন © টিডিসি ফটো

ফেনীর পরশুরামে মহি উদ্দিন সুজন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে বণিক সমিতির সভা থেকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্র প্রতিনিধিরা। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাবে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহি উদ্দিন সুজন পরশুরাম উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তার বাড়ি পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলা অফিসার্স ক্লাবে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হন মহি উদ্দিন সুজন নামের এই যুবলীগ নেতা। তখন ছাত্র প্রতিনিধিরা তাকে দেখে চলে যেতে বললে সে তাদের সাথে তর্কে জড়িয়ে যায়। এ সময় তারা সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সহায়তায় তাকে আটক করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে পরশুরাম মডেল থানা হেফাজতে নিয়ে যায়। 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যা মামলা থাকায় তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘আটক মহিউদ্দিন সুজনকে মহিপালে ছাত্র হত্যা মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সর…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি হল থেকে বিদেশি শিক্ষার্থীদের ল্যাপটপ চুরি, নিরা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬