দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান, পেয়েছে ঘুষ লেনদেনের সত্যতা
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ PM

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে। আজ রবিবার (১২ জানুয়ারি) দিনাজপুর শিক্ষা বোর্ডে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়ের একটি দল কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করেন।
গত কয়েকদিন আগে পত্রিকায় প্রকাশিত অডিট রিপোর্ট ও বোর্ডের অতিরিক্ত ক্রয় সংক্রান্ত অভিযোগের পর দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। প্রাথমিকভাবে ব্যাংকের মাধ্যমে ঘুষ লেনদেনের সত্যতা পেয়েছেন দুদক। এছাড়াও ক্রয় সংক্রান্ত সকল নথি ও রেকর্ড সংগ্রহ করেছেন। বিশেষভাবে কাগজ কেনা নিয়ে একটি ক্রয় সংক্রান্ত অভিযোগ ছিল, যার তথ্যও তারা সংগ্রহ করেছেন।
অভিযান শেষে সহকারী পরিচালক গণমাধ্যমকে জানান, ‘কিছুদিন পূর্বে বিভিন্ন বিষয়ে অডিট টিম অডিট পরিচালনা করেছেন। এছাড়া পত্রিকার প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকের মাধ্যমে ঘুষের লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠে। আমরা এখানে অভিযান চালিয়ে ব্যাংকের মাধ্যমে ঘুষ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘আরো একটি ক্রয় সংক্রান্ত অভিযোগ ছিল। সেটির সকল নথি ও রেকর্ড সংগ্রহ করেছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে। এসব পর্যালোচনা করে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করবো।’