মায়ের মানসিক চাপের বলি চার বছরের প্রতিবন্ধী শিশু

৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
মায়ের হাতে খুন চার বছরের প্রতিবন্ধী শিশু আলিফ

মায়ের হাতে খুন চার বছরের প্রতিবন্ধী শিশু আলিফ © সংগৃহীত

সাভারে আহম্মদ উল্লাহ আলিফ নামে চার বছরের এক প্রতিবন্ধী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক মা ইসরাত জাহান নাসরিনকে (৩০) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিল। সে কারণে তার মা নাসরিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রবিবার রাতে হঠাৎ ঘরের দরজা বন্ধ করে ছেলের মাথায় আঘাত করেন নাসরিন। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।' 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬