বড়দিনের আগের রাতে দুর্বৃত্তের আগুনে পুড়লো ত্রিপুরাদের ১৬ বসতঘর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে এক ত্রিপুরা পল্লীর ১৬টি জুম ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে ৮নং ওয়ার্ড পূর্ব বেতছড়া টঙ্গঝিরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়ভাবে জানা যায়, ৩-৪ বছর আগে একদল লোক তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় এসে পাড়ার বাসিন্দাদের নিকট দাবি করে যে, তৎকালীন আইজিপি বেনজীর আহমেদের স্ত্রীর নামে ওই পাড়ার অনুমান ১০০ একর জমি ইজারা দেওয়া হয়েছে। তারা পাড়ার বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে "গাজী রাবার বাগান" তৈরি করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখলদাররা পাড়া ছেড়ে চলে যায়। তখন ওই পাড়ার পুরনো বাসিন্দারা পুনরায় সেখানে এসে ঘর তৈরি করে বসবাস শুরু করে। এর নাম দেওয়া হয় তংঙঝিরি নতুন পাড়া। এখানে গির্জা না থাকায় বড়দিন উপলক্ষ্যে নতুন পাড়ার বাসিন্দারা বড়দিন উদযাপনের জন্য ঘরবাড়ি খালি রেখে বড়দিনের আগের রাতে সবাই তংঙঝিরি পাড়ায় যায়। রাতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পাড়ায় আগুন দেয়।
ক্ষতিগ্রস্ত গুঙ্গামনি ত্রিপুরা বলেন, আমাদের ঘরগুলো সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আমরা সবাই এক পোশাকে আছি। আগুন থেকে কিছুই রক্ষা করতে পরিনি।
লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মো. এনামুল হক ভুঁইয়া বলেন, সরই ইউনিয়নের এটা দুর্গম এলাকা তংঙঝিরি এলাকায় এই অগ্নিকান্ড ঘটনাটি ঘটে। গত ৫ আগস্টের পর জমি দখলের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।