চাঁপাইনবাবগঞ্জে দুই শিক্ষার্থী হত্যাকাণ্ড: ছাত্রলীগের কর্মী নয় দাবি পরিবারের

২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
পরিবারের সংবাদ সম্মেলন

পরিবারের সংবাদ সম্মেলন © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত দুই শিক্ষার্থী রাইহান ও মাসুদ ছাত্রলীগের কর্মী ছিলেন না বলে দাবি করেছেন দুই পরিবারের সদস্যরা। একইসঙ্গে ভারতীয় মিডিয়ায় নিহতদের পরিচয় নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের নিন্দা জানিয়েছেন তাঁরা।  

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নাচোল বাজারে ইলামিত্র গণপাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবার এই দাবি জানান।  

সংবাদ সম্মেলনে নিহত রাইহান ও মাসুদের স্বজনরা জানান, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী ও মল্লিকপুর গ্রামের দুই কিশোর গ্যাংয়ের মধ্যে পূর্বের একটি বিরোধ ছিল। এর জের ধরেই বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে মল্লিকপুর গ্রামের কিশোরদের হামলার শিকার হন তাঁরা।  

এসময় রাইহান ও মাসুদকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া ওই ঘটনায় আরও চার কিশোর আহত হয়।  

নিহত রাইহানের ভাই আলী আকবর ও মাসুদের বাবা এজাবুল হক বলেন, আমাদের সন্তানরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। এ ঘটনার পর বিভিন্ন ফেসবুক পেজ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভেরিফাইড পেজ এবং ভারতীয় কিছু মিডিয়া মিথ্যা প্রচারণা চালাচ্ছে। রাইহান মাত্র পঞ্চম শ্রেণিতে পড়ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কীভাবে ছাত্রলীগের কর্মী হতে পারে?

আরও পড়ুন: প্রস্রাবের ভিডিও পোস্টের জেরে দুজনকে কুপিয়ে হত্যা, নিজেদের নেতাকর্মী দাবি ছাত্রলীগের

পরিবারটি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।  

এরআগে, গত ১৭ ডিসেম্বর রাত ১১টার দিকে নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাইহান পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মাসুদ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।  

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।  

উল্লেখ্য, নিহত দুইজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী দাবি করে রক্তের শপথ নেয়ার ঘোষণা করছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আজ বুধবার এক বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং নাচোল উপজেলা শাখান কর্মী রায়হান গতকাল রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে

চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9