বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন

১৮ নভেম্বর ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. আব্দুল মুমিন

মো. আব্দুল মুমিন © ফাইল ফটো

সিলেটের কানাইঘাট উপজেলায় বন্ধুর হাতে মো. আব্দুল মুমিন (২৮) নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। নিহত মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। পূর্ব বিরোধের জেরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের হাতে ও পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকের কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিহত মুমিন পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে ও অভিযুক্ত রাজু পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। 

জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনা…
  • ০৬ জানুয়ারি ২০২৬
সরকারি জমি দখল নিয়ে কেন্দুয়ায় সংঘর্ষ, আহত ২৬
  • ০৬ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন? যা বলছে আইপিএল কর্তৃপক্ষ
  • ০৬ জানুয়ারি ২০২৬
ক্ষতিপূরণ পেতে মুস্তাফিজের সামনে যেসব আইনি পথ খোলা থাকছে
  • ০৬ জানুয়ারি ২০২৬
বিনা খরচে অক্সফোর্ডে অধ্যয়নের সুযোগ, আবেদন স্নাতকােত্তর-পিএ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ
  • ০৬ জানুয়ারি ২০২৬