প্রযুক্তির সহায়তায় যুব মহিলা লীগের নেত্রী গ্রেফতার

জুলিয়া আক্তার
জুলিয়া আক্তার  © সংগৃহীত

মিরপুরে যুব মহিলা লীগের নেত্রী জুলিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. শামীম হাওলাদার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি রূপনগর থানা যুব মহিলা লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। মঙ্গলবার (৬ নভেম্বর)  দিবাগত রাতে রূপনগর থানাধীন আবাসিক এলাকার ২৩ নম্বর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। পুলিশ জানায়, রূপনগর এলাকায় মো. শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাতো ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বিকালে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শামীম হাওলাদার বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরও জানায়, এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি জুলিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।


সর্বশেষ সংবাদ