যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৩০ অক্টোবর ২০২৪, ০২:৪০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
আনিছুর রহমান

আনিছুর রহমান © টিডিসি

যশোরের চৌগাছায় আনিছুর রহমান (৫৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

আনিছুর উপজেলার সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। রাজনৈতিক কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটতে পারে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ঘটনার রাতে আনিছুর জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলামের দোকান থেকে চা পান করে বাড়িতে ফিরছিলেন। এ সময় উত্তরপাড়ায় পৌঁছালে এলাকার লেন্টু, হাদী, আমিন, কোরবানসহ একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আনিছুরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ অক্টোবর) ভোরে তিনি মারা যান।

আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নিহতের ভাই শাহনুর আলম বলেন, আনিছুরের হত্যাকারীরা ২০০২ সালে তার বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকে খুন করেছিলেন।

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ সাংবাদিককের বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, আনিছুর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে  অভিযান অব্যাহত রয়েছে।

আ. লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকারে ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাস্তায় মরা ইঁদুর ফেলা নিয়ে দোকানী-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৭
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬