পাবিপ্রবিতে পিকনিক করা সময় মাদক সেবন, ৪ শিক্ষার্থী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গভীর রাতে মাদক সেবনের অভিযোগে চার ছাত্রকে হাতেনাতে আটক করেছেন হলের শিক্ষার্থীরা। রোববার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি-ব্লকের ৫ তলার ছাদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চার শিক্ষার্থী হলেন- বাঁধন কুমার চট্টোপাধ্যায়, সাদমান রাব্বী, আসাদ হোসেন এবং শোভন বিশ্বাস। তবে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আজ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা মিলে হলে পিকনিকের আয়োজন করেন। রান্না চলাকালে রাত ১টার দিকে পাঁচ ছাত্র ছাদে যান মাদক সেবন করতে। এরপর রাত দেড়টার দিকে হলের দুই শিক্ষার্থী মাদকের গন্ধ পেয়ে ছাদে যান। এ সময় পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় পান তারা।

তাদের ধরতে গেলে নয়ন খান নামে এক ছাত্র পালিয়ে যান। পরে চার শিক্ষার্থীকে হলের ৪২০ নম্বর কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের অভিযোগ স্বীকার করেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: ছাত্রলীগের গোপন বৈঠক, মিছিল-সমাবেশ ঠেকাতে অ্যাকশনে পুলিশ

স্থাপত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুস শাকুর রিফাত বলেন, ‘আমি এবং আমার রুমমেট মাদকের গন্ধ পেয়ে হলের ছাদে যাই। গিয়ে দেখি তারা মাদক সেবন করছেন। সেখানে আমরা মাদকের সরঞ্জামানসহ তাদেরকে ধরতে পারি। তাদেরকে মাদক সেবন করতে দেখে আমরা হলের আরো ছাত্রদের ছাদে ডেকে আনি এবং হলের ৪২০ নম্বর কক্ষে নিয়ে যাই। তবে এরমধ্যে একজন ছাত্র পালিয়ে যান। এরপর আমরা হল প্রশাসনকে বিষয়টি অবগত করি।’

এ ঘটনার বিষয়ে জানার পর হলে আসেন সহকারী প্রোভোস্ট আল-ফাহাদ ভূঁইয়া। তিনি এলে চার শিক্ষার্থী স্বীকারোক্তি দেন। পরে তিনি বলেন, ‘আমি পুরো ঘটনা শুনেছি। ওরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছে। সকালে ক্যাম্পাস খুললে আমি হল প্রভোস্টকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence