সাবেক মন্ত্রী সাবের হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হামলার চেষ্টা

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী  © সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর ঢাকা আদালত প্রাঙ্গণে পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে এ ঘটনা ঘটে।

জানা যায়, রিমান্ড শুনানি শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ অন্য মামলায় আসামি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ করে পচা ডিম নিক্ষেপ করতে থাকেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। 

সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। তখন পুলিশসহ আসামিরা দৌড়ে আদালতের হাজতখানায় প্রবেশ করেন।

এদিকে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 


সর্বশেষ সংবাদ