ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

আহত জুহান
আহত জুহান  © সংগৃহীত

সিলেট নগরের জুহান খান(২৪) নামে পীর মহল্লা বাজার এলাকায় কিছু অস্ত্রধারী দুর্বৃত্ত রবিবার ১৫ সেপ্টেম্বর রাতে তাকে কুপিয়ে জখম করে। আহত জুহান খান জেকি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আফতাব হোসেনের ভাগ্নে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে বিএনপির কর্মী সেলিম ও মিজানের নেতৃত্বে অস্ত্রধারী দুর্বৃত্তরা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ খোঁজে তার বাড়িতে যান। ফেরার পথে সন্ত্রাসীর তাকে না পেয়ে বাজারে তার ভাগ্নেকে দোকানের সামনে পেলে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন: ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের সন্ত্রাস বিরোধী মিছিল

পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী, আহত জুহান খানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। দুর্বৃত্তরা তার হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়।

হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিছুর রহমান বলেন ঘটনাটি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!