পাহাড় ধসের আড়াই ঘণ্টা পর মিলল স্কুলছাত্রীর মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৯:৫০ AM
কক্সবাজারের কলাতলীতে পাহাড় ধসে মীম নামে এক স্কুলছাত্রী মারা গেছে। আহত হয়েছে তার তিন বোন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে কলাতলীর টিএন্ডটি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেলিমের টিনশেড বাড়ির ওপর পাহাড়ের সঙ্গে একটি বড় গাছ ভেঙে পড়ে। এ সময় মীম ও তার ছোট বোন হাবিবা আটকা পড়েন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে হাবিবাকে জীবিত উদ্ধার করা হয়। এরপর দেয়াল ভেঙে ও গাছ কেটে নিচে খোঁজা হয় মীমকে। পরে গাছে চাপা পড়া খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীসহ ৪ আসামির জামিন নামঞ্জুর
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, সকাল থেকে মাইকিং করার পাশাপাশি বাড়ি বাড়ি গেলেও লোকজনকে পাহাড়ের পাদদেশ থেকে সরানো যাচ্ছে না। তাদের আশ্রয়ের জন্য ১২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।