দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৮:৪৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০৯:৫৩ AM
দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শুক্রবার (৫ জুলাই) সকালে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক হাসু (৪০) ও নাবিল পরিবহনের হেলপার নিহত হন। আহত অন্তত ২৮ জনকে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরো পড়ুন: কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনরত ববি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলি বাস ও ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।