অস্ত্রের মুখে মাদরাসাছাত্রকে অপহরণ

অপহৃত মাদরাসাছাত্র সাইফুল ইসলাম ও উদ্ধার হওয়া বোমা
অপহৃত মাদরাসাছাত্র সাইফুল ইসলাম ও উদ্ধার হওয়া বোমা  © সংগৃহীত

লক্ষ্মীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মুখে সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় ভুক্তভোগীদের বসতঘরও। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়।

অপহৃত সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রামারখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। জন্মের পর থেকে নানার বাড়িতে বসবাস করছে তারা।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ১৮-২০ জন অপহরণকারী সিএনজি ও মোটরসাইকেলে করে আসে। কিছু বুঝে ওঠার আগেই বোমা বিস্ফোরণ করে এবং এলোপাতাড়ি ঘর-বাড়ি ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সাইফুলকে অস্ত্র ঠেকিয়ে মারধর করতে করতে তুলে নিয়ে যায়। এ সময় বাঁঁধা দিলে পরিবারের সদস্যদেরও মারধর করে তারা।

পরিবারের লোকজনের অভিযোগ, স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে শ্রমিক ভিসায় ওমান নেয় সাইফুলের বাবা। ৫ মাস পরে ওই ব্যক্তি দেশে ফিরে এসেই তার দেয়া টাকা দাবি করছে। ওই ব্যাক্তিই সন্ত্রাসীদের নিয়ে এসে সাইফুলকে অপহরণ করেছে বলে দাবি তাদের।

এ বিষ‌য়ে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence