বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করল হেলমেট পরা দুর্বৃত্তরা

বিএনপি নেতা কামাল আহমেদ
বিএনপি নেতা কামাল আহমেদ  © সংগৃহীত

নওগাঁয় কামাল আহমেদ (৫২) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে হেলমেট ও মুখোশ পরা সন্ত্রাসীরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ-সান্তাহার মহাসড়কের ইয়াদ আলীর মোড়ে এ ঘটনা ঘটে। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক ছিলেন।

কামাল আহমেদ নওগাঁ জেলা ট্রাক পরিবহন বন্দোবস্তকারী সমবায় সমিতির সদস্য। তিনি নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জেলা কমিটিরও সদস্য ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল মোটরসাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ মুখোশ ও হেলমেট পরা পাঁচ থেকে সাত যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: কলেজছাত্র অপহরণ মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি ফায়সাল বিন আহসান বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলা হবে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence