আওয়ামী লীগের মিছিলে প্রকাশ্যে শটগান হাতে যুবক

আওয়ামী লীগের মিছিলে শটগান হাতে এক যুবক
আওয়ামী লীগের মিছিলে শটগান হাতে এক যুবক  © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে শর্টগান হাতে অংশ নিয়েছেন এক ব্যক্তি। মিছিলের সামনে আগ্নেয়াস্ত্র হাতে ওই ব্যক্তিকে দেখে হতম্বিত হয়ে পড়েন এলাকাবাসী।

রবিবার (১২ নভেম্বর) বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের সামনে দেখা যায় তাকে। তাঁর নাম মো. কামরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতির জামাইয়ের দেহরক্ষী বলে জানা গেছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে বিএনপির অবরোধ নৈরাজ্যের প্রতিবাদ ও সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন। সেখানে ব্যানার হাতে মিছিলের সামনের দিকে ছিলেন কামরুজ্জামান।

মো. কামরুজ্জামানের বাড়ি বাগেরহাটের কুমারখালী গ্রামে। তিনি নান্দাইলের সাবেক সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেনের স্বামী জাহিদ হাসানের দেহরক্ষী।

আরও পড়ুন: আপত্তিকর ভিডিও ফাঁসঢাবি অধ্যাপকের দাবি এআই দিয়ে ব্ল্যাকমেইল

এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, ‘যিনি মিছিলের সামনে অস্ত্র নিয়ে যাচ্ছেন তাঁর নাম কামরুজ্জামান। তিনি আমাদের সাবেক এমপির মেয়ের জামাইয়ের দেহরক্ষী। তাঁর অস্ত্রটি লাইসেন্স করা এবং বৈধ। তবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলে আসা ঠিক হয়নি।’ 

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, তাঁকে আওয়ামী লীগের নেতারা একটি অস্ত্রের লাইসেন্সের কপি দিয়েছেন। তিনি সেটা ইউএনওকে পাঠিয়েছেন। ইউএনও তাঁকে নিশ্চিত করেছেন অস্ত্রের লাইসেন্স যার নামে তিনিই মিছিলে অংশ নেওয়া যুবক কামরুজ্জামান।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল জানান, ‘প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের নীতিমালা আছে। কিন্তু প্রকাশ্যে এভাবে আগ্নেয়াস্ত্র বহন করা ঠিক হয়নি। তবে একজনের লাইসেন্স করা অস্ত্র অন্যজন বহন করতে পারবে না; করলে বহনকারী ব্যক্তির রিটেইলার লাইসেন্স থাকতে হবে।’


সর্বশেষ সংবাদ