পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, নিহত ১

বিজয়নগর থানা
বিজয়নগর থানা  © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোররাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নূর আদমপুরে গ্রামের মস্তু ভুইয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়া মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আরিফকে থানায় নিয়ে আসার সময় তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের ১০ সদস্য আহত হন। 

ওসি বলেন, এসময় আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এতে আরিফের পিতা আইয়ুব নূরসহ আরও কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ আইয়ুবকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি বলেন, আহত পুলিশ সদস্যসহ অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরিফের বিরুদ্ধে মাদকসহ ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়া আসামিকে উদ্ধারে অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ