তিন বছর আগে বোন হারানো ছাত্রলীগ নেতা শাওনও চলে গেলেন

২৮ এপ্রিল ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
সড়ক দুর্ঘটনায় নিহত শাওন খান

সড়ক দুর্ঘটনায় নিহত শাওন খান © সংগৃহীত

বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে শাওন খান (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

শাওন শরীয়তপুর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা মৃত আলাউদ্দিন খানের ছেলে। ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাওন।

জানা গেছে, ঈদে গ্রামে বেড়াতে গিয়েছিলেন শাওন। বৃহস্পতিবার ঢাকায় ফেরার সময় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাকে প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা যান। তার একমাত্র বোন শিখাও (১৪) তিন বছর আগে মারা যান।

শাওনের মা রেসমা বেগম বলেন, ‘আমার আর কিছুই রইলো না পৃথিবীতে। আর মা ডাক শুনতে পারবো না। প্রথমে মেয়েটা চলে গেল, এখন আমার রাজপুতও। আর বেঁচে থেকে কি লাভ।’

শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, পরিবারের একমাত্র সন্তান ছিলেন তিনি। পরিবারটি একা হয়ে গেলো। মোটরসাইকেলে অসতর্কতার কারণে প্রতিনিয়ত অনেকেই মারা যাচ্ছেন। আরও সতর্ক হতে হবে।

কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬