কোমরে পিস্তল গুঁজে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল!

২৫ মার্চ ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। শনিবার (২৫ মার্চ) ভোরের দিকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন, ‘দেবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে ভাগ্নের জন্য খেলনা পিস্তলটি কিনেছিলাম। একটু শখ করে খেলনা পিস্তলটি কোমরে গুঁজে ছবি তুলে আপলোড করেছি। পরে বিভিন্ন জন কমেন্ট করে। আসলে এটা আমার ঠিক হয়নি। ভুল হয়েছে। পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।

আরও পড়ুন: ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক: আ স ম আবদুর রব

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে সে জানায় কাটাগড় মেলা থেকে ভাগ্নের জন্য একটা প্লাস্টিকের খেলনা পিস্তল কিনেছে। সেই পিস্তলের ছবিসহ শখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, খেলনা পিস্তল হোক আর যাই হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু প্রকাশ করা ঠিক নয়। এটা তার ব্যক্তিগত বিষয়। এর দ্বায়ভার সংগঠন বহন করবে না। 

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬