জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ

নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ © ফাইল ফটো

দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নৌশিন জাহান (১৭) নামের এক শিক্ষার্থী। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে দুপুরে শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার বাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নৌশিন জাহান পার্বতীপুর উপজেলার আরজি দেবিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে জিপিএ-৪ পায় নৌশিন। কিছুক্ষণ পর নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় মা-বাবা বাসার বাইরে ছিলেন। পরে নৌশিনের চাচা তার বাবার কাছে ফল জানতে চাইলে নৌশিনকে কল দেন। ফোন রিসিভ না করায় বাড়ির পাশের লোকজনকে দেখতে বলেন তার বাবা। দরজা বন্ধ পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, মেয়েটি এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল। প্রত্যাশা অনুযায়ী জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার
  • ০১ জানুয়ারি ২০২৬
অনেক মিডিয়া নতুন ঠিকানা খুঁজছে, জামায়াত আমিরের বৈঠকের সংবা…
  • ০১ জানুয়ারি ২০২৬
কঠোর নিষেধাজ্ঞায়ও ঢাকায় ফুটল আতশবাজি, উড়ল ফানুস, আতঙ্কে শিশ…
  • ০১ জানুয়ারি ২০২৬
অসুস্থকালীন সৌজন্য সাক্ষাতকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার, নিন…
  • ০১ জানুয়ারি ২০২৬
সকালেই সড়কে একসঙ্গে ঝরল ৪ প্রাণ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ৮…
  • ০১ জানুয়ারি ২০২৬