সুষ্ঠু ভোটের কথা বলায়

সর্বজন বিপ্লবী দলের প্রধান মুক্তিযোদ্ধা ইনামুল হককে কৃষকলীগ নেতার চড়

২৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
প্রকৌশলী ম ইনামুল হককে চড় মারা সেই কৃষকলীগ নেতা (ডানে)

প্রকৌশলী ম ইনামুল হককে চড় মারা সেই কৃষকলীগ নেতা (ডানে) © সংগৃহীত

সুষ্ঠু ভোট দাবিতে লিফলেট বিতরণের সময় পানি বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ম. ইনামুল হককে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। গত শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, সুষ্ঠু ভোট নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বানি আমিন প্রকৌশলী ইনামুল হককে চড় মারেন।

এ বিষয়ে ম. ইনামুল হক সাংবাদিকদের বলেন, তাঁরা সর্বজন বিপ্লবী দলের ব্যানারে ২০২১ সাল থেকে প্রতি শনিবার শাহবাগে লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করেন। জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোটের দাবিতে আগামী ২৭ ডিসেম্বর তাঁদের অর্ধদিবস হরতাল কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির সমর্থনে শনিবার বিকেলে শাহবাগ এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ওই কৃষকলীগ নেতা তার ওপর চড়াও হন।

তিনি বলেন, জনগণের দাবি নিয়ে কথা বলায় ক্ষমতাসীন দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন।  এভাবে হামলা করে তাঁদের আন্দোলন বন্ধ করা যাবে না। ওই ঘটনার পর তাঁরা আরও আধা ঘণ্টা শাহবাগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন : কৃষকলীগ নেতা কর্তৃক শিশু বলাৎকার

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচির সময় ইনামুল হক কোথাও সাক্ষাৎকার দিচ্ছিলেন। তিনি বলছিলেন, 'নির্বাচন ব্যবস্থাটা হয়ে গেছে ভোটকেন্দ্র দখল। কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করবে- এটা আইন করে বাধা দেওয়া হচ্ছে।'

এ সময় বানি আমিন বীর মুক্তিযোদ্ধা ইনামুল হকের বাঁ গালে সজোরে থাপ্পড় দিয়ে বলতে থাকেন- 'কীসের দেশ ধ্বংস হচ্ছে হা... দেশ ধ্বংস হচ্ছে...।'

এ বিষয়ে বানি আমিন সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কাউন্সিলে কৃষক লীগের পক্ষ থেকে তিনি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে এক প্রবীণ ব্যক্তি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বিষোদ্‌গার করছিলেন দেখে রাগে তিনি তাকে লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে তিনি এখন লজ্জিত।

এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা বাংলাদেশের বর্তমান অসহিষুষ্ণ রাজনীতির চিত্র। আমাদের রাজনৈতিক নেতারা নিজেদের বক্তব্য, বিবৃতি ও কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশকে দূষিত করছেন। দেশের রাজনীতিতে সহিষুষ্ণতা না ফিরলে কথিত উন্নয়ন কোনো কাজে আসবে না। এ জন্য সুষ্ঠু ভোট ও নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

জানা গেছে ম. ইনামুল হক মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় তাঁর বাবা সে সময় হানাদার বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হন ও জেল খাটেন। ইনামুল হক ১৯৭৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। ইংল্যান্ডের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে ওয়াটার রিসোর্সেস সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি লাভ করেন ১৯৮৫-৮৬ সালে।

তিনি হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ২০০৮ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ইনামুল হক একজন লেখক, কবি, গবেষক ও সংগঠক। বর্তমানে কাজ করছেন জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান ও সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক হিসেবে।

ভিডিও দেখুন এখানে

নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁস অভিযোগের সত্যতা পেলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা বাতি…
  • ১২ জানুয়ারি ২০২৬
এক মাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9