টিকটকে স্কুলছাত্রকে পেটানোর ভিডিও দিয়ে আটক কিশোর গ্যাংয়ের চার সদস্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০২:৫৪ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২২, ০২:৫৪ PM
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্রকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রকাশের অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাভার ও সিংগাইর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যংয়ের চারসদস্যকে আটক করে পুলিশ।
আটকরা হলো-নুরুজ্জামান মাহমুদ (১৬), রবিউল হাসান (১৭), তামিম (১৫) ও ফারদিন (১৬)।
ভুক্তভোগী শিক্ষার্থী রাব্বি (১৭) ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: অধ্যাপক নেবে বেরোবি, বেতন ৭৪ হাজার।
এ বিষয়ে জেলা পুলিশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর রাব্বি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। তারা তাকে পিটিয়ে মোবাইল ফোনে তা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।