এক ঘণ্টার ব্যবধানে ৬ শিক্ষার্থীর নিহত

০৮ অক্টোবর ২০২২, ১১:৪৬ AM
নিহত ছয় শিক্ষার্থী

নিহত ছয় শিক্ষার্থী © ফাইল ছবি

মাত্র এক ঘণ্টার ব্যবধানে হৃদয় বিদারক দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয় শিক্ষার্থী। শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে দুই জেলায় ঘটে যাওয়া বিচ্ছিন্ন দুই ঘটনায় ছয় কলেজছাত্রকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে।

একদিকে ঝিনাইদহে শুক্রবার রাত ১০টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও শমরেষ কুমার (২২) সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

অপরদিকে শুক্রবার রাত ৯টার দিকে যশোরে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় আরো তিন কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। 

আরও পড়ুন: মাধ্যমিক স্কুলে এক হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

যশোরের ঘটনাটি সড়ক দুর্ঘটনা হলেও ঝিনাইদহের ঘটনার পেছনে ছাত্রলীগ দায়ী বলে জানা গেছে। ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই তিন শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি খবর পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষ তাদের ধাওয়া করে। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় এক মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন আসিফ, আরমান ও সালমান তিন বন্ধু। বাড়িতে ফেরার পথে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি পরিবহন (বাস নাকি ট্রাক সেটি নিশ্চিত হওয়া যায়নি) তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরমান ও আসিফ মারা যান। আহত সালমানকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬