ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১১ PM
বাবা ও ৩ ভাই

বাবা ও ৩ ভাই © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চাঁনপুর গ্রামের শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় একসঙ্গে ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড ও তাদের পিতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত শরীফের প্রতিবেশী জাকির খাঁ, মাহবুব খাঁ ও গাজী খাঁ। তবে তারা পলাতক আছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমানত খাঁ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বুকপকেটে চিরকুটে লেখা ‘আমার দেহের কোন ময়নাতদন্ত হবে না’

আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম ৫ জনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার ৫ আসামি জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে আমির খাঁ মারা গেছেন।

মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান।

‘তবে রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কথা’ উল্লেখ করে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী। 

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage