‘আমার বিপিএল গোনার টাইম নেই’

ফাহিম আল চৌধুরি
ফাহিম আল চৌধুরি  © সংগৃহীত

সিলেটে শুরু হয়েছে বিপিএলের নতুন আসর, যেখানে প্রতিদিনই গ্যালারিভর্তি দর্শক দেখা যাচ্ছে। স্বাগতিক সিলেট টাইটান্সও ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলেছে; প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারায় তারা। 

এদিকে খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরি। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, বিপিএলের ফলাফলের চাপে নিজেকে অতিরিক্ত চাপ দিতে চান না। তবে সেমি–ফাইনালে ওঠার পরিস্থিতি এলে আইপিএল থেকেও যেকোনো ক্রিকেটারকে দলে আনতে প্রস্তুত আছেন তিনি। প্রয়োজনে এমন দায়িত্বের জন্য ব্ল্যাঙ্ক চেকও ব্যবহার করতে পারবেন, যাতে করে দল শক্তিশালী হয়ে উঠতে পারে।

ফাহিম বলেন, ‘আই এম সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই, আমি যখন চিন্তা করি আইপিএল নিয়ে চিন্তা করি। আমার (সিলেট) টিম যদি সেমিফাইনাল পর্যন্ত যায়, তাহলে পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক আমি নিয়ে আসব। আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব।’

সিলেটের হয়ে এবারের বিপিএলে খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। এই আন্তর্জাতিক তারকাকে দলে আনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফাহিম আল চৌধুরি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মঈনের সঙ্গে ফাহিমের হাস্যজ্জল ছবি ভাইরাল হয়, যা দুইজনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ। ফাহিম জানিয়েছেন, কীভাবে এবং কীভাবে মঈনকে দলে ভেড়ানো সম্ভব হয়েছে।

এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘মঈন আলী আমাদের সিলেটি জামাই। আর যখন জামাইয়ের বাড়ি থেকে ডাক দেওয়া হয় তখন তো না করা যায় না। এ কারণেই মঈন আলী চলে আসছে।

নিজেদের সর্বশেষ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে সিলেট টাইটান্সের ম্যাচটি ছিল দারুণ রোমাঞ্চকর। শেষ বল পর্যন্ত লড়াই চলার পর ২ উইকেট হাতে থাকা সিলেটের সামনে ১২ বলে ১৯ রান প্রয়োজন ছিল। উত্তেজনাপূর্ণ টানাপোড়েনের শেষে শেষ বলেই এক উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!