‘সিম্পল’ পরিকল্পনায় রংপুরের নায়ক ফাহিম

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ PM
ফাহিম আশরাফ

ফাহিম আশরাফ © সংগৃহীত

চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরে জয় দিয়ে শুরু করেছে রংপুর রাইডার্স। টস জিতে বোলিংয়ে নেমে ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামকে মাত্র ১০২ রানে আটকে দেয় তারা। এরপর সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে রংপুর।

এদিকে বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফাহিম। ১৭ রানে ৫ উইকেট নেওয়া এই পাকিস্তানি অলরাউন্ডার ম্যাচ শেষে বলেন, সিম্পল পরিকল্পনাই তার সাফল্যের চাবিকাঠি।

তার ভাষ্যমতে, ‘আমাদের খুবই সিম্পল পরিকল্পনা ছিল- কন্ডিশনটা বুঝে, সেই অনুযায়ী বোলিং করো। আমরা ঠিক সেটাই করেছি। আমার বোলিংয়ে সবসময় সিম্পল প্ল্যানিং রাখি। আমার হাতে যা কিছু আছে, আমি সেগুলো করার চেষ্টা করি। এই তো।’

সারা দেশের মতো সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দেখা মেলেনি রোদের। কুয়াশায় মোড়া মাঠে পরিস্থিতির সর্বোচ্চ ব্যবহার করে বৈচিত্র্যময় বোলিংয়ে একের পর এক উইকেট শিকার করেন ফাহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তিনি জানান, কন্ডিশন কাজে লাগিয়েই এই সাফল্য এসেছে।

ফাহিম বলেন, ‘আমি কন্ডিশনটা ঠিকমতো বুঝে নিয়েছি এবং ঠিকভাবে সেটির বাস্তবায়ন করেছি। কন্ডিশনের চাওয়া অনুযায়ী বোলিং করেছি। এতেই সাফল্য এসেছে।’

ফাহিম বলেন, ‘কন্ডিশন সবসময় বদলাতে থাকে। যেমন ধরুন আজকে কিছুটা মেঘাচ্ছন্ন ছিল তাই পরিকল্পনা ভিন্ন ছিল। যদি এমন না থাকত তাহলে পরিকল্পনাও বদলে যেত। রাতের ম্যাচে আবার ভিন্ন ফ্যাক্টর চলে আসে। তাই মূল বিষয় হলো কন্ডিশন বোঝা এবং সেই অনুযায়ী সব কিছু করা।’

র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
অনড় মামুন, চ্যালেঞ্জ বাড়ল নুরের
  • ২০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের সম্ভাব্য সময়সূচি প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9