‘সিম্পল’ পরিকল্পনায় রংপুরের নায়ক ফাহিম

ফাহিম আশরাফ
ফাহিম আশরাফ  © সংগৃহীত

চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরে জয় দিয়ে শুরু করেছে রংপুর রাইডার্স। টস জিতে বোলিংয়ে নেমে ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামকে মাত্র ১০২ রানে আটকে দেয় তারা। এরপর সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে রংপুর।

এদিকে বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফাহিম। ১৭ রানে ৫ উইকেট নেওয়া এই পাকিস্তানি অলরাউন্ডার ম্যাচ শেষে বলেন, সিম্পল পরিকল্পনাই তার সাফল্যের চাবিকাঠি।

তার ভাষ্যমতে, ‘আমাদের খুবই সিম্পল পরিকল্পনা ছিল- কন্ডিশনটা বুঝে, সেই অনুযায়ী বোলিং করো। আমরা ঠিক সেটাই করেছি। আমার বোলিংয়ে সবসময় সিম্পল প্ল্যানিং রাখি। আমার হাতে যা কিছু আছে, আমি সেগুলো করার চেষ্টা করি। এই তো।’

সারা দেশের মতো সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দেখা মেলেনি রোদের। কুয়াশায় মোড়া মাঠে পরিস্থিতির সর্বোচ্চ ব্যবহার করে বৈচিত্র্যময় বোলিংয়ে একের পর এক উইকেট শিকার করেন ফাহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তিনি জানান, কন্ডিশন কাজে লাগিয়েই এই সাফল্য এসেছে।

ফাহিম বলেন, ‘আমি কন্ডিশনটা ঠিকমতো বুঝে নিয়েছি এবং ঠিকভাবে সেটির বাস্তবায়ন করেছি। কন্ডিশনের চাওয়া অনুযায়ী বোলিং করেছি। এতেই সাফল্য এসেছে।’

ফাহিম বলেন, ‘কন্ডিশন সবসময় বদলাতে থাকে। যেমন ধরুন আজকে কিছুটা মেঘাচ্ছন্ন ছিল তাই পরিকল্পনা ভিন্ন ছিল। যদি এমন না থাকত তাহলে পরিকল্পনাও বদলে যেত। রাতের ম্যাচে আবার ভিন্ন ফ্যাক্টর চলে আসে। তাই মূল বিষয় হলো কন্ডিশন বোঝা এবং সেই অনুযায়ী সব কিছু করা।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!