বিপিএল
থাকছেন না সুজন, ঢাকার কোচে চমক!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৪ PM
পাঁচ দল নিয়ে আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বিসিবি সংশ্লিষ্টরা বলছেন, ১৯ ডিসেম্বর এবারের আসর শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল ম্যাচ ১৬ জানুয়ারি গড়াতে পারে।
মূলত আগামী বছরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচি ঘোষণা করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এর আগে, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্লেয়ার ড্রাফট।
এবার রাজশাহীর পাশাপাশি বিপিএলের আগামী পাঁচ মৌসুমের জন্য রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। যেখানে রংপুর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে টগি স্পোর্টস। এ ছাড়া ঢাকার মালিকানা থাকবে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)–এর হাতে। একইসঙ্গে চট্টগ্রামের দল পরিচালনা করবে ট্রায়াঙ্গাল সার্ভিস, আর সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।
এদিকে ঢাকার মালিকানা পরিবর্তন না হওয়ায় অনেকের ধারণা করেছিলেন, এবারও প্রধান কোচ হিসেব খালেদ মাহমুদ সুজনই থাকছেন। তবে এখন পর্যন্ত তার সঙ্গে দলটির পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি।
অন্যদিকে, ঢাকার কোচ হওয়ার দৌড়ে ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলের নামও শোনা যাচ্ছে। তবে তার সঙ্গেও এখনো কথা বলেনি ফ্র্যাঞ্চাইজিটি। একাধিক সূত্র বলছে, রাজধানীর দলটির এবারের কোচিং প্যানেলে চমকই অপেক্ষা করছে। গত আসরের বাজে পারফরম্যান্স বিবেচনায় এবার বিদেশি কাউকেই ঢাকার কলকাঠি নাড়তে দেখা যেতে পারে।
এ ছাড়া রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে মিকি আর্থার, আর রাজশাহী স্টার্সে হান্নান সরকার এরই মধ্যে চূড়ান্ত। তবে চিটাগং বুলস নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।